স্মৃতি হারাচ্ছেন খ্যাতনামা অ্যাকশন তারকা ব্রুস

RAZ CHT | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ০৫:৫৫:৫৬ পিএম

নিউজ ডেক্সঃ  হলিউডের প্রখ্যাত অ্যাকশন তারকা ব্রুস উইলিস এখন কঠিন এক রোগের সঙ্গে লড়ছেন। ২০২৩ সাল থেকে তিনি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগে আক্রান্ত, যা তার স্মৃতি এবং দৈনন্দিন কার্যকলাপে প্রভাব ফেলছে। এর আগে ২০২২ সালে অ্যাফেসিয়া রোগের কারণে অভিনয় থেকে অবসর গ্রহণ করেন তিনি।

সম্প্রতি ব্রুসের স্ত্রী এমা হেমিং এক সাক্ষাৎকারে তার স্বাস্থ্যের অবনতি নিয়ে খোলামেলা কথা বলেন। গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে এমার নতুন বই ‘দ্য আনএক্সপেক্টেট জার্নি’ প্রসঙ্গে সাক্ষাৎকারের একটি ক্লিপ দেখানো হয়। বইটির মাধ্যমে এমা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন।

এমা বলেন, ‘ডাক্তার আমাকে যখন এই রোগের নাম বললেন, আমি একদম কিছুই জানতাম না, এমনকি উচ্চারণও করতে পারছিলাম না। আমি সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। ব্রুস হয়তো অসুস্থ হলেও পুরোপুরি বুঝতে পারছিল না যে তার মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করা বন্ধ করছে। এখন আমরা ভিন্নভাবে তার সঙ্গে কথা বলি। প্রতিদিন সব ঠিক থাকে না, কিন্তু কিছু মুহূর্তে সে নিজেকে প্রকাশ করতে পারে।’

এমা আরও জানান, ডাক্তার দেখানোর আগে ব্রুস তার স্বাভাবিক মানুষ হিসেবে ছিলেন না। ‘খুবই কথা বলার স্বভাবের মানুষটি হঠাৎ চুপচাপ হয়ে গিয়েছিল। পরিবার মিলিত হলে সে যেন নিজেকে হারিয়ে ফেলত। দূরত্ব বোধ এবং ঠান্ডা আচরণ দেখাত, যা তার স্বাভাবিক উষ্ণতা ও স্নেহের সঙ্গে মেলেনি। এটি দেখাটা সত্যিই ভয়াবহ ছিল।

ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার কারণে ব্রুস এখন শৈশবের স্মৃতিতে আছে। এমা বলেন, ‘সে আমাদের মনে করতে পারে না, কিন্তু তার হাসি এখনো আমাদের মধ্যে আছে। যদিও সময় দ্রুত যাচ্ছে, আমি কৃতজ্ঞ যে সে এখনো আমাদের সঙ্গে আছে। ব্রুস উইলিস শুধু একজন অভিনেতা নন, তিনি কোটি ভক্তের অনুপ্রেরণা। অসাধারণ অভিনয় ও ক্যারিশমায় তিনি হলিউডকে সমৃদ্ধ করেছেন। আজ তিনি কঠিন এক রোগের সঙ্গে লড়ছেন, তবুও তার পরিবার তাকে ঘিরে রেখেছে এবং পাশে রয়েছে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৭ আগস্ট ২০২৫/বিকালঃ ০৫.৫০

▎সর্বশেষ

ad