আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

RAZ CHT | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ০৪:৪২:৫৫ পিএম

নিউজ ডেক্সঃ  আফগানিস্তানের রাজধানী কাবুলে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। তালেবান সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বাসটি দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ ও কান্দাহার প্রদেশ থেকে যাত্রী নিয়ে কাবুলে আসছিল। পরে কাবুলের আর্গান্দি এলাকায় এলে বাসটি উল্টে যায়। অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৭ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রায় ৮০ জনের প্রাণহানি হয়েছিল।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৭ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.৩৫

▎সর্বশেষ

ad