রাণীশংকৈলে মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ ।

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৯:৩৫:৪১ পিএম
এস কে সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি :  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজত ইসলামের আয়োজনে ২৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা হেফাজতে ইসলামের আমীর ইমদাদুল হক শাহি, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওঃ শামসুদ্দীন, ঠাকুরগাঁও জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, মাওঃ রাজেকুল ইসলামসহ আরো অনেকে। বক্তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য যে ঠাকুরগাঁওয়ের দিপু রায় নামে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী’কে (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন যার ফলে ঠাকুরগাঁওয়ের মুসলিম জনতা তাকে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন ।

 

 

আয়শা/২৫ আগস্ট ২০২৫/রাত ৯:৩৪

▎সর্বশেষ

ad