রিয়াল মাদ্রিদ-য়্যুভেন্তাসের জয়ের দিনে পয়েন্ট হারিয়েছে ম্যান ইউনাইটেড

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ০৯:৩৩:৪২ পিএম

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের জোড়া গোলে রিয়াল ওভেইদো’কে ৩-০ ব্যবধানে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোস’রা। অন্য গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। অপরদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ড শেষে ফের হতাশাই সঙ্গী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আত্মঘাতী গোলে এগিয়ে থেকেও ফুলহ্যামের সাথে ১-১ গোলে ড্র করে রেড ডেভিলস। ইতালিয়ান সিরি আ’য় পারমার বিপক্ষে জয় তুলে নিয়েছে য়্যুভেন্তাস।

রোববার (২৪ আগস্ট) রাতে মাঠে গড়ায় ম্যাচগুলো। নিজ নিজ লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যান ইউনাইটেড— উভয়েরই ছিল অ্যাওয়ে ম্যাচ। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে পারমাকে আতিথ্য দেয় য়্যুভেন্তাস। রিয়াল ওভেইদো’র ঘরের মাঠ নুয়েভো কার্লোস স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ। বল দখলে এগিয়ে থাকলেও ডেডলক ভাঙতে পারছিল না তারা। প্রথমার্ধে এক গোলের লিডের পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোলের দেখা পায় লস ব্ল্যাঙ্কোসরা। ২৪ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফেরা ওভেইদো’কে কোণঠাসা করে লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পায় লস ব্ল্যাঙ্কোসরা।

ম্যাচের ৩৮তম মিনিটে অপেক্ষার অবসান হয় রিয়াল মাদ্রিদের। গিলেরের কাছ থেকে বল পেয়ে দারুণ রিসিভে তা নিয়ন্ত্রণে নেন কিলিয়ান এমবাপ্পে। দুই ডিফেন্ডারের বাঁধা টাপকে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল অধিনায়ক। ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দূরের পোস্টে আরও একটি চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। খেলার শেষদিকে ব্যবধান কমানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় ওভেইদো। উল্টো ইনজুরি টাইমে ভিনিসিয়ুসের গোলে ৩-০ ব্যবধানের হার নিশ্চিত হয় তাদের।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড শেষেও হতাশার বৃত্ত থেকে বের হতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় তাদের। প্রতিপক্ষের মাঠে শুরুটা বেশ ভালো করে রেড ডেভিলস। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ফুলহ্যামের রক্ষণের পরীক্ষা নিতে থাকে তারা। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি পেলেও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হন ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সুবাদে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৮ মিনিটে লেনি ইয়োরোর হেড ফুলহ‍্যামের রদ্রিগোর গায়ে লেগে বল জড়ায় জালে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি এগিয়ে যাওয়ার স্বস্তি। বদলি হিসেবে নেমে ৯৩ সেকেন্ড পর প্রথম স্পর্শেই ফুলহ‍্যামকে সমতায় ফেরান স্মিথ রো। খেলার বাকি সময়ে দুলই এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

এদিকে, সিরিয়া আ’য় পারমার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে য়্যুভেন্তাস। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের ৫৯ ও ৮৪ মিনিটে বল জালে জড়ান যথাক্রমে জোনাথান ও ডুসান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা।

 

আয়শা/২৫ আগস্ট ২০২৫/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad