‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সেটে অশান্তির তীব্র গুঞ্জন

Anima Rakhi | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ - ১২:১০:০৪ পিএম
বিনোদন ডেস্ক : মার্ভেল ভক্তরা যখন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে উত্তেজিত, ঠিক তখনই সিনেমাটির শ্যুটিং সেট থেকে ভেসে আসছে চাঞ্চল্যকর খবর। গুঞ্জন উঠেছে- রবার্ট ডাউনি জুনিয়র (ডক্টর ডুম) ও রায়ান রেনল্ডসের (ডেডপুল) মধ্যে হয়েছে তীব্র ঝামেলা।একজন অভিনেতার মজার মন্তব্য অতিরিক্ত ব্যক্তিগত মনে হওয়ায় শুরু হয় বাগ্‌যুদ্ধ। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে স্টুডিও তাদের দৃশ্য আলাদাভাবে শুট করার সম্ভাবনা তৈরি হয়। জানা যায়- ডক্টর ডুম চরিত্রের স্যুটে ডাবল ব্যবহার করায় আরডিজে নাকি ক্ষুব্ধ হয়ে তিন সপ্তাহ পর পুনঃশুটের দাবি জানান। এতে প্রযোজনা টিমের সঙ্গে টানাপোড়েন আরও বেড়েছে।

ছবিটি পরিচালনা করছেন রুসো ব্রাদার্স। অভিনয়ে থাকছেন ক্রিস হেমসওয়ার্থ, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হিডলস্টন, অ্যান্থনি ম্যাকি, পল রাড, ফ্লোরেন্স পিউ প্রমুখ। সবচেয়ে বড় আকর্ষণ- খলনায়ক ডক্টর ডুম চরিত্রে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র।

কুইকটিভি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/দুপুর ১২:০৯
▎সর্বশেষ

ad