‘ভবিষ্যতে আর্থিক খাতে রাজনৈতিক-আমলাতান্ত্রিক হস্তক্ষেপ না করার উদ্যোগ’

Anima Rakhi | আপডেট: ১০ আগস্ট ২০২৫ - ১২:৫০:১৭ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের আর্থিক খাতে ভবিষ্যতে রাজনৈতিক বা আমলাতান্ত্রিক হস্তক্ষেপ রোধে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই, অতীতের দুর্বৃত্তায়ন যেন আর ফিরে না আসে। ব্যাংক পুনর্গঠনের যে উদ্যোগগুলো নিয়েছি, সেগুলোর মধ্যে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

রবিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, “গত এক বছরে আর্থিক খাতে যে স্থিতিশীলতা দেখা দিয়েছে, সেটি রাজনৈতিক কারণে নয়। এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে—বাজারে ঘাটতি নেই, পণ্যের অভাব নেই। তবে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বিনিয়োগকারীরা দ্বিধায় থাকবে। স্থিতিশীলতা এলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে।”

মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, “মূল্যস্ফীতি হঠাৎ কমিয়ে আনা সম্ভব নয়। কখনও কমবে, কখনও বাড়বে—এটাই স্বাভাবিক। তবে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি। আমাদের লক্ষ্য এটিকে ৫ শতাংশে নামিয়ে আনা।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ড. আহসান মনসুর বলেন, “ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কার্যকর করা গেলে কোনও ব্যাংক তারল্য সংকটে পড়লে বাংলাদেশ ব্যাংক সরাসরি সহায়তা দিতে পারবে। সরকারি-বেসরকারি সব ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় এনে পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে প্রয়োজনে তাদের সহায়তা করা যায়।”

কুইকটিভি/অনিমা/১০ আগস্ট ২০২৫/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad