
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের না ভোট দেয়ার সুযোগ থাকছে। ভোটাররা ওই একক প্রার্থীকে পছন্দ না করলে না ভোট দিয়ে অনাস্থা জানাতে পারবেন। আগের সরকারের আমলের নির্বাচনের মতো কেউ যেন একক প্রার্থী হিসেবে বিজয়ী হতে না পারেন সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫-এ এমন বিধান রাখা হচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সে আইনে না ভোটের বিধান রাখা হয়েছে।
আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/রাত ৮:৫৫