
খেলার নিউজ ডেক্সঃ মাদ্রিদে নতুন এক ইতিহাসের সূচনা হলো। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি নাম্বার ৯ জার্সি এবার জুটেছে ব্রাজিলিয়ান তরুণ প্রতিভা এন্দ্রিকের গায়ে। গনসালো গার্সিয়ার সঙ্গে তীব্র প্রতিযোগিতায় জিতে পাওয়া এই জার্সি শুধু মর্যাদার প্রতীকই নয়, বরং ম্যানেজার জাবি আলোনসোর তরফ থেকে এন্দ্রিকের প্রতি দৃঢ় আস্থার প্রকাশ।
লুকা মদ্রিচের বিদায়ের পর কিলিয়ান এমবাপে নিজের জন্য তুলে নেন নাম্বার ১০ জার্সি। ফলে খালি হয়ে যায় নাম্বার ৯, যা দীর্ঘদিন ধরে ছিল আলোচনার কেন্দ্রে। লা ফাব্রিকার উদীয়মান তারকা গার্সিয়া ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হলেও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট এবং আলোনসো এই ঐতিহাসিক জার্সি তুলে দেন মাত্র ১৮ বছরের এন্দ্রিকের হাতে।
রিয়ালের নাম্বার ৯ জার্সি মানেই গোলের প্রতিশ্রুতি ও কিংবদন্তির উত্তরাধিকার। আলফ্রেদো দি স্তেফানো, রোনালদো নাজারিও, হুগো সানচেজ, করিম বেনজেমা—সবাই এই জার্সিকে করেছেন অমর। এখন সেই ঐতিহ্যের ভার কাঁধে নিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড, যিনি ইতোমধ্যেই নিজের গতি, শক্তি ও নিখুঁত ফিনিশিংয়ে নজর কাড়ছেন।
ট্রান্সফার উইন্ডোর শুরুতে রিয়াল মাদ্রিদ এন্দ্রিককে ধারে পাঠানোর কথা ভাবছিল, যাতে তিনি আরও অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সেই সময় মূল আক্রমণভাগে এমবাপে ও গার্সিয়ার নামই ছিল সবার আগে। কিন্তু আলোনসোর পরিকল্পনা দ্রুত পাল্টে যায়—তরুণ ব্রাজিলিয়ানকে এখন তিনি আসন্ন মৌসুমে মূল অস্ত্র হিসেবে গড়ে তুলতে চান।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০৯ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.০২