
ডেস্ক নিউজ : প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয়, অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। হয়ত সে কারণেই এর মূল্য কখনও শূন্যে নামেনি। বরং দিন যত যাচ্ছে, ততোই বাড়ছে এর মূল্য। চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল দেশের স্বর্ণের বাজার। ৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যার মধ্যে ৩৩ বারই বাড়ানো হয়েছে দাম, আর কমানো হয়েছে মাত্র ১৬ বার।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকায় বেচাকেনা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে দাম ঊর্ধ্বমুখী থাকলে সামনে দেশের বাজারে আরও বাড়বে দাম।
বাজুসের সবশেষ ৩ বছরের দাম সমন্বয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত তিন বছরের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে ১১৪ দশমিক ৭৩ শতাংশ বা ৯৫ হাজার ৫৫১ টাকা। ২০২২ সালের ২২ আগস্ট সমন্বয়কৃত দাম অনুযায়ী সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৮৩ হাজার ২৮১ টাকায়। আর বছর ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ৪১ দশমিক ৫৭ শতাংশ বা ৫২ হাজার ৫১১ টাকা। গত বছরের ১ সেপ্টেম্বর সমন্বয়কৃত দাম অনুযায়ী সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকায়।
আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:২১