দেব-শুভশ্রীকে কোন বিপদের কথা বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

RAZ CHT | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০২:২৩:৩৪ পিএম

নিউজ ডেক্সঃ  দীর্ঘ এক দশক পর আবারও এক মঞ্চে একসঙ্গে দেখা গেল টালিউডের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। তাদের হঠাৎ বিচ্ছেদে যে হতাশা ছড়িয়েছিল ভক্তদের মধ্যে, সেটাই যেন এখন রূপ নিচ্ছে উচ্ছ্বাসে। বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ সিনেমার মুক্তি ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এই দুই তারকা। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছে দর্শকভরা সেই মঞ্চে,সেখানে মুখ ফসকে এমন কিছু বলে ফেলেছেন দুজন, যা নিয়ে এখন টালিউডে শুরু হয়েছে জোর গুঞ্জন। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতে, তাদের এই কথা ডেকে আনতে পারে এক ভয়ংকর বিপদ।

সোমবার (৪ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে ছবির প্রচারে হাজির ছিলেন দেব-শুভশ্রী। সেখানেই ঘটে চমকপ্রদ এক মুহূর্ত। পাশাপাশি বসে থাকা প্রাক্তন জুটির উদ্দেশ্যে উঠল সেই পুরোনো প্রশ্ন, আবার কি একসঙ্গে দেখা যাবে তাদের? উত্তরে দেবের মুখ ফসকে বেরিয়ে আসে রসিকতা ভরা অভিযোগ, ‘আমরা আর কী ছবি করব? কৌশিকদা তো বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) আর জয়া আহসান ছাড়া কাউকে চেনেন না। আমাদের তো ভুলেই গিয়েছেন!’

দেবের কথায় সজোরে হাসির রোল উঠতেই, মঞ্চে থাকা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় দিলেন সুপারহিট উত্তর, ‘তোরা এবার নিজেদের বিপদ নিজেই ডেকে আনলি। এবার তোদের (দেব-শুভশ্রীকে) নিয়ে আমি চিত্রনাট্য লিখছি। এবার তোদেরকে কিন্তু একসঙ্গে কাজ করতেই হবে! এই মন্তব্যে দর্শকদের মধ্যে যেমন উচ্ছ্বাস ছড়ায়, তেমনি টালিউডে শুরু হয়েছে নতুন গুঞ্জন। তাহলে কি ‘ধূমকেতু’র পর আবারও ফিরছে দেব-শুভশ্রী জুটি? এক সময় যারা পরস্পরের মুখ পর্যন্ত দেখতেন না, এখন তারা হাত বাড়িয়ে ধরেছেন বন্ধুত্বের পথে।

উল্লেখ্য, ‘ধূমকেতু’ ২০১৫ সালে তৈরি হলেও বহু চড়াই-উতরাই পেরিয়ে চলতি মাসেই মুক্তি পেতে চলেছে এ সিনেমা। আর এই ছবি যেন হয়ে উঠেছে দেব-শুভশ্রীর পুনর্মিলনের সেতুবন্ধন। দর্শক এখন অপেক্ষায় এই নতুন বন্ধুত্ব এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ঘোষণায় আদৌ তৈরি হবে কি দেব-শুভশ্রী জুটির নতুন কোনো অধ্যায়? সময়ই দেবে উত্তর, তবে আপাতত টালিউডে চর্চার শীর্ষে থাকুক প্রাক্তন এই জুটি।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৫ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০২.২০

▎সর্বশেষ

ad