ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

গ্রায়েম সোয়ানের কীর্তি ছুঁলেন মাইকেল ভনের ছেলে

Anima Rakhi | আপডেট: ১৬ জুলাই ২০২৫ - ১২:২৪:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভন আবারও প্রমাণ করলেন, তার ভবিষ্যৎ অনেক দূর যাওয়ার। মাত্র ১৯ বছর বয়সেই দ্বিতীয়বারের মতো একটি ইনিংসে ৬ উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার গ্রায়েম সোয়ানের এক রেকর্ড।

বেকেনহ্যামে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম যুব টেস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এই কীর্তি গড়েছেন আর্চি। ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে খুব একটা সফল না হলেও (১৭ ওভারে ১০৮ রানে ২ উইকেট), দ্বিতীয় ইনিংসে যেন রূপকথার মতো ঘুরে দাঁড়ান এই স্পিনিং অলরাউন্ডার।

২৫ ওভারে ৮৪ রান দিয়ে ভারতের ৬ উইকেট তুলে নেন তিনি, যা তার যুব টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৬ উইকেট নেওয়ার ঘটনা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে ১৬ ওভারে মাত্র ১৯ রানে নিয়েছিলেন ৬ উইকেট, সেটিও ছিল দ্বিতীয় ইনিংসে।

ইংলিশ ক্রিকেট ইতিহাসে আর্চির আগে যুব টেস্টে দুইবার ইনিংসে ৬ উইকেট নিতে পেরেছেন কেবল গ্রায়েম সোয়ান। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টে ৬ ও ৮ উইকেট নিয়ে সেই রেকর্ড গড়েছিলেন তিনি।

যুব টেস্টে সর্বোচ্চ তিনবার ইনিংসে ৬ উইকেট নেওয়ার রেকর্ড পাকিস্তানের আব্দুল রাজ্জাকের। আর্চির মতো দুইবার করে এই কীর্তি গড়েছেন আরও ১০ জন, যেখানে আছেন রাভি শাস্ত্রি, নারেন্দ্র হিরওয়ানি, মুশতাক আহমেদ, সাকলাইন মুশতাক, রাশিদ খান, টিম সাউদি প্রমুখ তারকারা।

বাবার মতোই আর্চিও একজন টপ অর্ডার ব্যাটসম্যান, পাশাপাশি অফ স্পিনে নিজেকে গড়ে তুলছেন নিয়মিত। তবে ভারতের বিপক্ষে চলমান ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। দুই ইনিংসে করেছেন মাত্র ২ ও ৩ রান।

২০২৪ সালের মে মাসে সমারসেটের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করে আলোচনায় আসেন আর্চি ভন। এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৫৪৫ রান এবং নিয়েছেন ২২ উইকেট। উল্লেখযোগ্যভাবে, গত সেপ্টেম্বরে সারের বিপক্ষে দুই ইনিংসেই নিয়েছিলেন পাঁচ উইকেট করে।

কিউটিভি/অনিমা/১৬ জুলাই ২০২৫,/দুপুর ১২:২৪

▎সর্বশেষ

ad