ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

যারা ছিলেন কাতেবে ওহি

Ayesha Siddika | আপডেট: ১০ জুলাই ২০২৫ - ০৫:৫৪:৩৭ পিএম

ডেস্ক নিউজ : অন্যান্য আসমানি কিতাবের মুকাবেলায় কোরআন শরিফের বিশেষ বৈশিষ্ট্য হল, এই কোরআনকে লিখিত আকারে সংরক্ষণের চেয়ে মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণের উপর বেশি জোর দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, بَلۡ ہُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیۡ صُدُوۡرِ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ প্রকৃতপক্ষে এ কোরআন এমন নিদর্শনাবলীর সমষ্টি, যা জ্ঞানপ্রাপ্তদের অন্তরে সম্পূর্ণ সুস্পষ্ট (সুরা আনকাবুত: ৪৯)

ওহি অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার আশংকায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখস্থ করে নেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠতেন। আল্লাহ তাআলা রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সান্ত্বনা দিয়ে ইরশাদ করেন, لَا تُحَرِّکۡ بِہٖ لِسَانَکَ لِتَعۡجَلَ بِہٖ ؕاِنَّ عَلَیۡنَا جَمۡعَہٗ وَقُرۡاٰنَہٗ (হে রসুল!) তুমি এ কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ জন্য এর সাথে তোমার জিহ্বা নাড়িও না। 

নিশ্চয়ই একে (তোমার অন্তরে) জমানো ও (মুখ দিয়ে) পাঠ করানোর দায়িত্ব আমারই। (সুরা কিয়ামাহ: ১৬-১৭) প্রথমদিকে প্রধানত কোরআন মুখস্থ করণের মাধ্যমেই সংরক্ষিত হয়েছে। প্রতি বছরের মত ইন্তিকালের বছরও রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম হজরত জিবরাঈল (আ.)-এর সাথে পূর্ণ কোরআন ‘দাওর’ করেছেন। হজরত আবু মুসা আশআরি (রা.) ও রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পূর্ণ কোরআন শরিফ মুখস্থ শুনিয়েছেন। খোদা প্রদত্ত প্রখর স্মৃতিশক্তির পুরোটাই সাহাবায়ে কেরাম কোরআন শরিফ হেফজ করার পেছনে ব্যয় করেছেন। ফলে চার খলিফাসহ সাহাবায়ে কেরামের মাঝে পূর্ণ কোরআন শরিফের বহুসংখ্যক হাফেজ বিদ্যমান ছিলেন।

মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণের পাশাপাশি লিখিত আকারে সংরক্ষণের ব্যবস্থাও তখন চালু ছিল। ওহি অবতীর্ণ হওয়া মাত্রই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘কাতেবে ওহি’ (ওহি লেখক) কাউকে ডেকে লিখিয়ে নিতেন। তিনি তখন বলে দিতেন, এই আয়াত অমুক সূরায় অমুক আয়াতের পর লিখে রাখ। লেখা শেষ হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাযাচাই-বাছাই করে দেখতেন। হজরত জায়েদ ইবনে ছাবেত (রা.)সহ তখন ৪০ জন সাহাবি ওহি লেখার কাজ আঞ্জাম দিতেন। তাঁরা হাড়ে, পাথরে, গাছের পাতায়, বাঁশের টুকরায়, কাগজে ও চামড়ায় পবিত্র কোরআনের আয়াতসমূহ লিখে রাখতেন।
যারা কোরআনের লেখক (কাতেবে ওহি) ছিলেন

ওহি লিপিবদ্ধ করার কাজে হজরত জায়েদ ইবনে ছাবেত (রা.) সহ ৪০ জনের নাম পাওয়া যায়। তার মধ্যে প্রসিদ্ধ ছিলেন- হজরত আবু বকর সিদ্দীক (রা.) হজরত ওমর (রা.) হজরত উছমান (রা.) হযরত আলী (রা.) হযরত উবাই ইবনে কা’ব (রা.) হজরত আব্দুল্লাহ ইবনে আবু সারাহ (রা.) হজরত যুবায়ের ইবনে আউয়াম (রা.)।
হজরত খালেদ ইবনে সাঈদ ইবনে আস (রা.) হজরত আবান ইবনে সাঈদ ইবনে আস (রা.) হজরত হানজালা ইবনে রবি (রা.) হজরত আকিব ইবনে আবু ফাতিমা (রা.) হজরত আব্দুল্লাহ ইবনে আরকাম জুহায়রি (রা.) হজরত শুরাহবিল ইবনে হাসনাহ (রা.) হজরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা (রা.) হজরত আমের ইবনে ফুহায়রা (রা.) হজরত আমর ইবনুল আস (রা.) হজরত ছাবেত ইবনে কায়ছ ইন্নে শাম্মাস (রা.) হজরত মুগিরা ইবনে শু’বা (রা.) হজরত খালেদ ইবনে ওয়ালিদ (রা.) হজরত মুআবিয়া ইবনে আবু সুফইয়ান (রা.) ও হজরত যায়েদ ইবনে ছাবেত (রা.)। (তথ্যসূত্র : উলুমুল কোরআন- মুফতি তাকি উসমানি)

লেখক: শিক্ষার্থী, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা।

 

 

কিউটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৩

▎সর্বশেষ

ad