ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

একাকী নামাজে কতটুকু জোরে দোয়া-কিরাত পড়তে হবে

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৫ - ০৮:৫২:১১ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: একাকী নামাজ আদায়কারী ব্যক্তি সুরা-কিরাত, তাসবিহ-দোয়া ইত্যাদি কতটুকু জোরে পড়বে? নিজ কানে শুনতে পায়-এ পরিমাণ জোরে, নাকি শুধু ঠোঁট নাড়িয়ে হরফের মাখরাজ আদায় করে নিলেই যথেষ্ঠ হবে?

উত্তর: নিম্নস্বরে আদায়কৃত নামাজসমূহে নামাজী সুরা-কিরাত নিজ কানে শুনতে পায়-এ পরিমাণ আওয়াজে পাঠ করা উত্তম। তবে পাশের মুসল্লি পর্যন্ত আওয়াজ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

অবশ্য কেউ যদি ঠোঁট নাড়িয়ে একেবারে নিম্ন আওয়াজে হরফের মাখরাজ যথাযথভাবে আদায় করে পড়ে তবেও তার নামাজ আদায় হয়ে যাবে।

যেসব ফরজ নামাজে উচ্চ স্বরে কিরাত পড়া হয়, তা যদি একাকী আদায় করা হয়— তাহলে তাতে উচ্চ স্বরে কিরাত পড়া জরুরি নয়। নিম্ন স্বরে ও উচ্চ স্বরে দুইভাবেই কিরাত পড়া বা সুরা মেলানো যাবে। তবে উচ্চ স্বরে পড়া উত্তম বলেছেন অনেক ফিকাহবিশারদ।

রাতের নফল নামাজে কিরাতের নিয়মও একই। অর্থাৎ উচ্চস্বরে ও নিম্নস্বরে দুইভাবেই পড়া যায়। তবে উচ্চ স্বরে পড়া উত্তম। আর দিনের নফল নামাজে নিম্ন স্বরে কিরাত পড়া ওয়াজিব। ভুলে দিনের নফলে জোরে কিরাত পড়লে— সাহু সিজদা ওয়াজিব হবে। আর যদি ইচ্ছাকৃত পড়া হয়, তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে।

সূত্র:  কিতাবুল আসল ১/১৯৬; বাদায়েউস সানায়ে ১/৩৯৭; আততাসহীহ ওয়াত তারজীহ আলা মুখতাসারিল কুদুরী ৭৪; ইমদাদুল ফাতাওয়া ১/১৫৫

 

কিউটিভি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad