ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

২৪ গণঅভ্যুত্থান ফ্যাস্টিটকে হটিয়ে অন্যদলকে বসানোর জন্য নয়: নাহিদ

Anima Rakhi | আপডেট: ০৪ জুলাই ২০২৫ - ১০:৩৪:৫৩ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের মানুষ, ছাত্র-তরুণেরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দলকে বসানোর জন্য নয়। আমরা সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র চতুর্থ দিন শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা হচ্ছে, বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের নাকি কোন সাংবিধানিক ভিত্তি থাকবে না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে।

তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মধ্যদিয়ে জুলাই-আগস্ট ঘোষণাপত্র এবং আমাদের প্রাপ্য এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বুঝে নিবো। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে।

এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এর আগে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হয়ে পদযাত্রা শহরের গোর এ শহীদ বড় ময়দানে জমায়েত হয়। এরপর সেখানে থেকে পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, এনসিপি নেতা আব্দুল্লাহ আহাদসহ অন্যরা।

কিউটিভি/অনিমা/০৪ জুলাই ২০২৫,/রাত ১০:৩৪

▎সর্বশেষ

ad