ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নববর্ষে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় গ্রহণ করুন

Anima Rakhi | আপডেট: ২৯ জুন ২০২৫ - ০৬:৫৩:০৪ এএম

ডেস্ক নিউজ : মুসলিম উম্মাহকে অতীত থেকে শিক্ষা গ্রহণ এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় গ্রহণের আহবান জানিয়েছেন মসজিদুল হারামের খতিব ড. সালিহ আল হুমাইদ। ১৪৪৭ হিজরি নববর্ষের প্রথম জুমার বয়ানে তিনি মুসলিম জাতিকে এই আহবান জানান। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। অন্যের বিপদ, দুঃখ-যাতনা, দারিদ্র্য, ভীতি থেকে শিক্ষা নিতে হবে।

আল্লাহ আমাদের যে নিয়ামত দান করেছেন তার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞ না থাকলে আল্লাহ তা ছিনিয়ে নেন। কৃতজ্ঞতা শুধু মৌখিক কোনো বিষয় নয়, বরং অন্তরের বিশ্বাস থাকতে হবে, মুখে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং কাজের মাধ্যমে তা প্রকাশ করতে হয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি দিক হলো নিজের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা।

আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়।’ (সুরা : রাআদ)

তিনি আরো বলেন, মানবজীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নিয়ামত ও অনুগ্রহে পরিপূর্ণ। শ্বাস-প্রশ্বাস, সুস্থতা, নিরাপত্তা ও শান্ত্তি সবই আল্লাহর অনুগ্রহ। এগুলোকে অবহেলা করলে তা হারিয়ে যেতে পারে।

শায়খ হুমাইদ বলেন, মহান আল্লাহর নির্দেশ হলো তোমাদের পিতা ইবরাহিম (আ.)-এর দ্বিনে বিশ্বাস করো। আল্লাহ কোরআনে এই উম্মাহর নাম দিয়েছেন ‘মুসলিম’। এই পরিচয়কে গৌরবের সঙ্গে ধারণ করতে হবে। নববর্ষের একটি গুরুত্বপূর্ণ আমল হলো, অতীত ভুলের জন্য ক্ষমা চাওয়া, তওবা করা এবং নিয়ামতের সঠিক ব্যবহার করা। অর্জিত নিয়ামতের জন্য অহংকার না করা।

সূত্র : হারামাইনের ওয়েবসাইট

কিউটিভি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ৬:৫২

▎সর্বশেষ

ad