
ডেস্ক নিউজ : জাকারিয়া হারুন
১১ মাসের নিড় পরিশ্রমের পর নতুন কিসওয়া (কাবার গিলাফ) উন্মোচন করেছে। ৪৭টি হাতের তৈরি রেশমি প্যানেল, স্বর্ণ ও রুপার সুতো দিয়ে লেখা ৬৮টি কোরআনের আয়াত আর ১৪০০ কেজিরও বেশি ওজনের এই কিসওয়া পবিত্রতা ও ইসলামি কারুশিল্পের এক অনন্য নিদর্শন।
এই বছরের কিসওয়া তৈরি হয়েছে কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবা-তে। ২০২৪ সালের জুলাই মাসে এর উৎপাদন কাজ শুরু হয়। ডিজাইনার, শিল্পী, ক্যালিগ্রাফার ও বয়ন বিশেষজ্ঞরা একত্রিত হয়ে নির্ধারণ করেন বছরের কোরআনিক আয়াত এবং অলঙ্করণ। ১১ মাসের এই দীর্ঘ প্রক্রিয়ায় সাত প্রকার উন্নত মানের কাপড় দিয়ে তৈরি হয় ৪৭টি প্যানেল। প্রতিটি প্যানেলে ছিল কিসওয়ার বিখ্যাত সোনালি ‘হিজাম’ বা বেল্টের সূচিকর্ম।
প্রতিটি ধাপ, কাটা, বোনা, সূচিকর্ম ও চূড়ান্ত জোড়ার কাজ, গভীরভাবে পরীক্ষা করা হয় যেন তা পবিত্র মানদণ্ডের পরিপূর্ণ অনুসরণ করে। কিসওয়ার বাইরের স্তর তৈরি হয়েছে কালো রেশম দিয়ে, দীপ্তিময়তা ও টেকসই গুণে নির্বাচিত। ভিতরের স্তরে রয়েছে, সবুজ রেশম, ঐক্য ও শান্তির প্রতীক, সাদা সুকারি ও সাধারণ সুতির কাপড়, কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করে, লাল রেশম, ভাঁজের মাঝে উষ্ণতা ও আভিজাত্য যোগ করে।
কারিগরেরা কয়েকশো কেজি ওজনের সোনার প্রলেপযুক্ত রুপার সুতো ব্যবহার করে রেশমি কাপড়ে সূচিকর্ম করেছেন ৬৮টি কোরআনের আয়াত। এই আয়াতগুলোতে রয়েছে, আল্লাহর নামসমূহ, যেমন আর রহমান ও আর রহিম। ঈমানের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ, কাবার মাহাত্ম্য ও একত্ববাদের বার্তা। দয়া, ঐক্য ও ভক্তির বিষয়বস্তুর উপর আয়াতসমূহ।
কিউটিভি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ২:৪৫