ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু

Anima Rakhi | আপডেট: ১৬ জুন ২০২৫ - ০৮:১০:২৯ পিএম

ডেস্ক নিউজ : তীব্র গ্রীষ্মের দাবদাহে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় আবারও কার্যকর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাধ্যতামূলক মধ্যাহ্ন কর্মবিরতি আইন। ১৫ জুন থেকে শুরু হয়ে এ কর্মবিরতি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে কোনও শ্রমিককে কাজ করাতে পারবে না কোনও প্রতিষ্ঠান।

প্রতিবছরের মতো এবারও আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় এই আইন কার্যকর করেছে। চলতি বছরে এটি ২১তম বার বাস্তবায়ন হচ্ছে।

বছরের মাঝামাঝি সময় থেকে আমিরাতে তাপমাত্রা চরমে পৌঁছে যায়। কখনও কখনও এটি ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমন গরমে হিট স্ট্রোক, দেহে পানিশূন্যতা, এমনকি জীবনহানির ঝুঁকি পর্যন্ত থাকে। শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, যা ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ আইন লঙ্ঘন করলে রয়েছে কঠোর জরিমানা। কোনও কোম্পানি যদি এই সময়ের মধ্যে শ্রমিকদের দিয়ে কাজ করায়, তবে প্রতি শ্রমিকের জন্য ৫,০০০ দিরহাম (প্রায় ১.৬৭ লাখ টাকা) জরিমানা গুনতে হবে। একাধিক শ্রমিক থাকলে জরিমানার অঙ্ক বেড়ে সর্বোচ্চ ৫০,০০০ দিরহাম (প্রায় ১৬.৭ লাখ টাকা) পর্যন্ত হতে পারে।

মধ্যাহ্ন কর্মবিরতির আওতায়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ছায়াযুক্ত জায়গায় বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাছাড়া, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখাও বাধ্যতামূলক।

গরমের সময়ে শুধু খোলা জায়গায় কাজ নয়, গ্যারেজ ও গাড়ি মেরামতের কাজেও ব্যাপক চাপ পড়ে। অনেক যানবাহন গরমের কারণে হিট হয়ে যাচ্ছে, ফলে এসব স্থানে কর্মীদের চাপ আরও বাড়ে।

এদিকে, এই আইনের প্রতি বাংলাদেশ মিশন ও প্রবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কিউটিভি/অনিমা/১৬ জুন ২০২৫, /রাত ৮:১০

▎সর্বশেষ

ad