বোর্ডের অনুরোধের পরও সিদ্ধান্তে অনড় কোহলি

Ayesha Siddika | আপডেট: ১১ মে ২০২৫ - ০৮:০৪:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে চান ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বোর্ডের পক্ষ থেকে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ তা আমলে নিচ্ছেন না কোহলি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত ৭ মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন রোহিত শর্মা। এরপরই টেস্ট ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন কোহলিও। বোর্ডকে জানান নিজের সিদ্ধান্তের কথা। একইসময়ে দলের দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের টেস্ট ছাড়ার সিদ্ধান্তে কিছুটা বিচলিত হয়ে পড়েছে বিসিসিআই। তাই কোহলিকে আরও একবার ভেবে দেখার অনুরোধ করেছিল তারা। তবে কোহলি সে অনুরোধ আমলে নিচ্ছেন না বলেই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকরা অন্তত ইংল্যান্ড সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন কোহলিকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন কোহলি। আগামী সপ্তাহে দল নির্বাচনী সভার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে।’

জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের সময়ই কোহলি একাধিকবার সতীর্থদের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। আইপিএলের মাঝে একই বার্তা দিয়েছেন বোর্ডকে। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কোহলির ফর্মও খুব একটা ভালো নেই। সবমিলিয়ে তাই এখন সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলাতেই মঙ্গোল দেখছেন ভারতের এই সাবেক অধিনায়ক।

 

 

কিউটিভি/আয়শা/১১ মে ২০২৫, /রাত ৮:০২

▎সর্বশেষ

ad