
স্পোর্টস ডেস্ক : জাভি হার্নান্দেজের অধীনে বার্সায় অবহেলিত ছিলেন রাফিনিয়া। ঠিকঠাক ম্যাচ সময় পাননি। ভর্সৎনা পেয়েছেন সমর্থকদেরও। একটা সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাব ছেড়ে যাওয়ারও। কিন্তু মৌসুমের শুরুতে হ্যান্সি ফ্লিক দায়িত্ব নিতেই বদলে গেল দৃশ্যপট।
জার্মান কোচের আস্থার প্রতিদান কড়ায় গন্ডায় দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। চলতি মৌসুমে উড়তে থাকা বার্সাকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩২ গোল করার পাশাপাশি ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে এক মৌসুমের মাঝেই জয় করে নিয়েছেন সমর্থকদের হৃদয়। গত মৌসুমেও যারা রাফিনিয়াকে ক্লাব ছাড়ার বার্তা দিয়েছিল, তারাই এখন মাথায় তুলে রাখছে।
আর রাফিনিয়াকে এ অবস্থানে পৌঁছে দিতে বড় ভূমিকাটা রেখেছেন কোচ হ্যান্সি ফ্লিক। জার্মান কোচের প্রতি তাই কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো রকম কার্পণ্য করেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ফ্লিককে নিয়ে রাফিনিয়া বলেন, ‘ আমি হ্যান্সি ফ্লিকের কাছে চিরকাল-ই কৃতজ্ঞ থাকব। তিনি আমার পুরো ক্যারিয়ার পরিবর্তন করে দিয়েছেন। ভবিষ্যত নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আমাকে প্রস্তুত দেখতে চান। তিনি আমাকে তার পরিকল্পনায় দেখেন।’
ক্লাবের হয়ে চলতি মৌসুমে কোপা দেল রে শিরোপা জিতেছেন রাফিনিয়া। লা লিগার শিরোপাও প্রায় নিশ্চিত। তবে আফসোস হয়ে থাকবে দুর্দান্ত পারফরম্যান্সের পরও এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৫, /বিকাল ৪:০০