লা লিগায় রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল

Anima Rakhi | আপডেট: ১১ মে ২০২৫ - ০৬:১৬:২৪ এএম

ডেস্ক নিউজ : লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন আলেকসান্দার সরলথ। মাত্র ১১ মিনিটে তিন গোল করে রেকর্ড বইয়ে নাম লেখানোর পাশাপাশি প্রথমার্ধেই চার গোল করে আতলেতিকো মাদ্রিদকে বড় জয়ের পথে নিয়ে যান এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

শনিবার রাতে নিজেদের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পায় আতলেতিকো। ম্যাচের সবগুলো গোলই এসেছে সরলথের বাঁ পায়ের জাদুতে। লক্ষ্যে নেওয়া চারটি শটের প্রতিটিই পরিণত হয় গোল হিসেবে।

ম্যাচের সপ্তম মিনিটে পাবলো বারিওসের ক্রস থেকে প্রথম গোলটি করেন সরলথ। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দ্বিগুণ করেন ব্যবধান। ঠিক ৬০ সেকেন্ড পর তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন, যা লা লিগার ৮৪ বছরের রেকর্ড ভেঙে দেয়।

এই রেকর্ডটি আগে ছিল ১৯২৯ সালে কার্লেস বেস্তি এবং পরে ১৯৪১ সালে এদমুন্দো সুয়ারেসের দখলে—যারা ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। সরলথ সেই রেকর্ড এখন নিজের করে নিলেন মাত্র ১১ মিনিটে হ্যাটট্রিক করে।

৩০তম মিনিটে জাভি গালাহর পাস থেকে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। সবগুলো গোলই এসেছে বাঁ পায়ের শটে, যা তার নিখুঁত ফিনিশিং দক্ষতার দারুণ নিদর্শন।

এই জয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল আতলেতিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে লিগ টেবিলের তৃতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে, তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৯।

চলতি লা লিগা মৌসুমে এটি সরলথের সর্বোচ্চ পারফরম্যান্স। ২৯ বছর বয়সী এই তারকা এখন আতলেতিকোর হয়ে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। তার পরেই আছেন হুলিয়ান আলভারেস, ১৫টি গোল নিয়ে।

কিউটিভি/অনিমা/১১ মে ২০২৫, /সকাল ৬:১৬

▎সর্বশেষ

ad