ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ধর্ষণের শিকার সেই লামিয়ার মায়ের কাউন্সেলিংয়ের আদেশ আদালতের

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৫ - ০৫:৫৩:৫১ পিএম

ডেস্ক নিউজ : পটুয়াখালীতে ধর্ষণের শিকার ও আত্মহত্যা করা জুলাই শহিদ কন্যা লামিয়ার মা রুমা বেগমের মানসিক বিপর্যয় রোধে সাইকোসোশ্যাল কাউন্সেলিং নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এ আদেশ দেন। আদালতের আদেশনামা সূত্রে জানা যায়, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন লামিয়ার মায়ের মানসিক ট্রমার বিষয়টি আদালতকে অবহিত করেছেন। 

ওসি জানিয়েছেন, লামিয়ার ধর্ষণের শিকার হওয়া ও আত্মহত্যা করার পর মানসিকভাবে বিপর্যস্ত মা রুমা বেগম। গত ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মানসিক চাপ থেকে বেরিয়ে আসার জন্য তার সাইকোথেরাপি প্রয়োজন।

বিষয়টি আমলে নিয়ে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র অথবা অন্য কোনো কেন্দ্রের কর্মকর্তাকে দিয়ে লামিয়ার মায়ের কাউন্সেলিং নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন আদালত। 

আদালতের আদেশে বলা হয়েছে- সাইকোসোশ্যাল কাউন্সেলর এই আদেশ প্রাপ্তির পর দ্রুত দুমকি থানার ওসির সঙ্গে সমন্বয় করে লামিয়ার মা রুমা বেগমের বাড়িতে বা উপযুক্ত স্থানে কাউন্সেলিং করবেন। একইসঙ্গে কাউন্সেলিং শেষে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যয়নপত্রসহ বিষয়টি আদালতকে অবহিত করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিন ও দুমকি থানার ওসি মো.জাকির হোসেন আদালতের আদেশের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৫০

▎সর্বশেষ

ad