
লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ময়মনসিংহের সদরের চরসানাদিয়ার হাবিব খুন,খুনীরা গ্রেফতার হচ্ছে না ময়মনসিংহ সদরের চর সানাদিয়া গ্রামের হাবিবুর রহমান (১৮) কে গত ১৫/১২/২০২৪ তারিখ রাত ৩ টায় মগবাজার সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীরা নির্মমভাবে ছুরিঘাতে হত্যা করেছে।
এ হত্যা ঘটনায় হাতিরঝিল থানায় ২৪ নং মামলা রুজু করা হয়েছে। খুনীদের গ্রেফতার করা সম্ভব হয়নি।হত্যা মামলার তদন্তভার ডিএমপি, ডিবি কতৃক তদন্তের জন্য বাদী মোঃ নায়েব আলী (৫২)সাংবাদিক সোহেল মিয়াকে নিয়ে ডিএমপি পুলিশ কমিশনার হেডকোয়াটার্স বরাবর আবেদন করেছেন।
কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩