ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

গুলশানে শিশু ধর্ষণ, গাড়িচালক গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ১০ মার্চ ২০২৫ - ০৪:০৯:১৬ পিএম

ডেস্ক নিউজ : রোববার (৯ মার্চ) সকাল ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনে একটি ভাড়া বাসায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার (১০ মার্চ) একটি মামলার পর অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার শিশুটিকে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার সজল হোসেন পলাশ (৪০) পেশায় গাড়িচালক। এসব তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন। তিনি জানান, শিশুটি তার মায়ের সঙ্গে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে সে। তার বাবা মারা গেছেন।

মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকত সজল নামে ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের মধ্যে পরিচয়। সেই পরিচয় সূত্রে এখনও মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা যাওয়া করত সজল।

এসআই জানান, রোববার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এসময় সজল বাসায় আসে এবং শিশুটিকে ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে শিশুটির মা বাসায় আসলে মাকে সবকিছু খুলে বলে শিশুটি।

এরপর থানায় গিয়ে মামলা করেন তিনি। মামলা নম্বর ১৬। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়। আর শিশুটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকে ভর্তি করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

 

 

কিউটিভি/আয়শা/১০ মার্চ ২০২৫,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad