ব্রেকিং নিউজ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কালাইয়ে ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত-২,  আহত-২ 

Ayesha Siddika | আপডেট: ১৯ মার্চ ২০২৫ - ০৭:৫০:৫০ পিএম
মোঃ মিজানুর রহমান মিন্টু মিজানুর রহমান মিন্টু : জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় ওই ভ্যানের দুই  যাত্রী নিহত হয়। এছাড়াও ওই ভ্যানের চালকসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। বুধবার বিকেলে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের উপজেলার বাঁশের ব্রিজ  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ।

নিহত দুইজন হলেন – কালাই উপজেলার  ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।  অপরদিকে আহত দুইজন- কালাই উপজেলার ভূগোইল গ্রামের  ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ  ও বুরাইল গ্রামের আশরাফ আলী। ওসি জাহিদ হোসেন জানান, ভ্যান  চালক নুরুল ইসলাম আকন্দ তাঁর  ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে  পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি  দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে  মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন । আহত হন ভ্যান চালকসহ  দুই যাত্রী। স্থানীয়রা আহতদের  উদ্ধার করে প্রথমে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে ভ্যানচালক কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কিউটিভি/আয়শা/১৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫০
▎সর্বশেষ

ad