দুর্গাপুরে স্থানীয় সরকার দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:১৬:১৭ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে হলরুমে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মিয়া মো. মঞ্জুরুল ইসলাম, আশরাফুল কবীর প্রমুখ ।

এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

 

 

কিউটিভি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad