
বিনোদন ডেস্ক : আলিয়ার কী পরিমাণ জনপ্রিয়তা তা না দেখলে সহজে বুঝতেই পারবেন না। সম্প্রতি কাপুর পরিবারে বিয়ের আয়োজন ছিল। রণবীরের ভাই আদর জৈন ঘর বাঁধলেন আলেখা আদবাণীর সঙ্গে। বিয়ের পর্ব মিটতেই রাস্তায় সাধারণ বেশভূষায় দেখা গেছে তাদের। এতে রণবীর-আলিয়াকে দেখে ঘিরে ধরেন ফটো সাংবাদিকরা।
রণবীরের এই আচরণ নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। তারা বলছেন, ভিড় সরাতে গিয়ে রণবীর এতটা বিরক্ত না হলে পারতেন। তার বিরক্ততা সেই সময় তার চোখেমুখে স্পষ্ট ছিল। এর আগে বহুবার ভিড়ের হাত থেকে অভিনেত্রীকে রক্ষা করেছেন রণবীর। একবার ভক্তদের হাত থেকে আলিয়া ও শিশুকন্যা রাহাকে আগলাতে দেখা গেছে অভিনেতাকে। বিমানবন্দর বা প্রকাশ্য রাস্তাঘাট সব জায়গায় আলিয়ার ত্রাতা তিনি।
কখনও জোড়হাতে ছবিয়ালদের প্রত্যাখ্যান করেছেন। কখনও বিরক্তি চেপে রাখতে পারেননি। এদিকে অভিনেতা পরিবার সম্পর্কে যথেষ্ট যত্নশীল, এই আচরণই তার প্রমাণ।
কিউটিভি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫