
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। টুর্নামেন্টের আগে থেকেই তাকে নিয়ে ‘হাইপ’ ছিল। দলের ছন্নছাড়া পারফরম্যান্সে তাকে সে হাইপ কিছুটা কমেছে বৈকি! কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র ঠিকই পাকা জহুরির মতো রত্ন চিনেছেন।
বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ২ উইকেট খোয়ানোর পরও যে হেসেখেলে ২৩৭ রানের লক্ষ্য ছুঁয়েছে কিউইরা, এর পেছনে দুটি জুটির অবদান অনেক। তৃতীয় উইকেটে ডেভন কনওয়ে এবং চতুর্থ উইকেটে টম ল্যাথামের সঙ্গে রবীন্দ্রর দুই জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এর মধ্যে চতুর্থ উইকেটে ল্যাথামের সঙ্গে ১২৯ রানের জুটি প্রসঙ্গে রবীন্দ্র বলেন, ‘ট্রিকি উইকেট ছিল কিছুটা।
বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। আমাদের বেশ চাপে রেখেছে অনেক সময়। টম (ল্যাথাম) ব্যাট করার জন্য দারুণ একজন ব্যাটার। দারুণ অভিজ্ঞ সে। আগে সে দলের অধিনায়কত্বও করেছে। অনেক ক্রিকেট খেলেছে। ফলে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়েছি। ২৪০ রান চেইজ করার ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে বেশি তাড়াহুড়া করতে হয় না। ভালো ক্রিকেট শট খেলেই এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
কিউটিভি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫