
স্পোর্টস ডেস্ক : গতকাল ম্যাচে বাংলাদেশের সঙ্গে শতক হাঁকিয়েছেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। রাচিনের শতকের পরই লজ্জার রেকর্ডে নাম লেখায় টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ৬ষ্ঠ সেঞ্চুরি হজম করেছে বাংলাদেশ। আইসিসির এই গ্লোবাল ইভেন্টে গতকাল নিজেদের ১৪তম ম্যাচে এসে ৬ষ্ঠ সেঞ্চুরি হয়েছে বাংলাদেশের বিপক্ষে। এত কম ম্যাচে এত বেশি সেঞ্চুরি আর কেউ হজম করেনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে। সবমিলিয়ে ১০ সেঞ্চুরি হজম করেছে ইংলিশরা। এরপরেই আছে বাংলাদেশের নাম। তবে স্বস্তির বিষয়, বাংলাদেশের নামটা আছে যৌথভাবে। ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই ৩ দলের বিপক্ষে আছে ৬টি করে সেঞ্চুরি।
ভারত তাদের ৬ষ্ঠ সেঞ্চুরি হজম করেছে বাংলাদেশের বিপক্ষে। সেটা চলতি আসরেই করেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। দুবাইয়ের ওই ম্যাচটি আইসিসির এই আসরে ভারতের ৩০তম ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ষ্ঠ সেঞ্চুরি মাহমুদউল্লাহ রিয়াদের। সেটা হয়েছিল ২০১৭ আসরের কার্ডিফ ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা ছিল কিউইদের ২৪তম ম্যাচ।
আর ইংল্যান্ড তাদের ৬ষ্ঠ সেঞ্চুরি হজম করেছিল ২০০৯ আসরের সেমিফাইনালে। সেঞ্চুরিয়নে সেদিন জোড়া সেঞ্চুরি ছিল শেন ওয়াটসন ও রিকি পন্টিংয়ের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা ছিল ইংল্যান্ডের ১৬তম ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে শতকের দেখা পেয়েছেন—উপুল থারাঙ্গা, ক্রিস গেইল, জো রুট, রোহিত শর্মা, শুভমান গিল এবং রাচিন রবীন্দ্র।
কিউটিভি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৫