
বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অনেক দিন ধরেই পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। আবার মাঝেমধ্যে বিভিন্ন ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েও বেশ আলোচনায় থাকেন অভিনেত্রী। এসব কিছুর জন্যই নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা অপু বিশ্বাসের। তাই অভিনেত্রী নিয়মিত জিমে যাচ্ছেন, করছেন ব্যায়াম। সম্প্রতি সেখান থেকেই অনুরাগীদের দিলেন নতুন খবর।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অপু বিশ্বাস জানিয়েছিলেন, নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করেই পর্দায় ফিরবেন তিনি। আগামীতে আরও সিনেমা করব, সেটার জন্য নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি। সেই থেকে জল্পনা উঠেছে— হয়তো নতুন ছবির জন্য জিমে নিজেকে ব্যস্ত রাখছেন অপু বিশ্বাস।
কিউটিভি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৮:১৯