১ কাপ চায়ের দামে‌ ১ কেজি আলু ৷

Ayesha Siddika | আপডেট: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:২২:২১ পিএম

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ১ কাপ চায়ের দামে পাওয়া যাচ্ছে ১ কেজি আলু ৷ অনান্য বারের তুলনায় রানীশংকৈলের  কিছু অঞ্চলে এবার ব্যপক হারে আলুর চাষ করা হয়েছে ।  কিন্ত বাজারে তেমন  দাম না থাকায় ভোগান্তিতে  আলু চাষীরা ৷ 

কিছুদিন আগে বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রী করা হলেও এখন তা বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজিতে। এদিকে গতবছরের তুলনায় বাড়তি দামে আলুর বীজ ক্রয় করে অল্প দামে বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।

রানীশংকৈল থানার কাশিপুর ইউনিয়নের আলু চাষী রহিমের সাথে কথা বললে তিনি বলেন আমি এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি প্রতি কেজি আলু বাজারে এখন মাত্র ১০ টাকা থেকে ১২টাক দরে বিক্রী করতে হচ্ছে এতে করে আমার লাভ তো দুরের কথা আমার সংসারের লবন খরচও হয়না । তারপর আবার আমার সংসারে ছেলে মেয়েদের পড়া লেখার খরচ কিভাবে ম্যনেজ করবো আমি ভেবে পাচ্ছি না ৷

এদিকে উপজেলার বনগাঁও গ্রামের আলু চাষী সিরাজুল ইসলাম বলেন এভাবে বাজারে আলুর দাম চলতে থাকলে আমাদের সার – কিটনাশকের খরচ টকুও উঠবেনা ৷ রানীশংকৈল কাশিপুর গ্রামের সালাম জানান বিঘা প্রতি যে খরচ হয়েছে তার তিনগুণ লশে আলু বিক্রি করতে হচ্ছে।

রানীশংকৈলের কিছু হাট- বাজার পরিদর্শন করে দেখা গেছে খুচরা বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায় আর পাইকারি বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১০ টাকায় । যদি এমন ভাবে  চলতে থাকে আলুর বাজারের করুন অবস্থা তাহলে কি করবে রানীশংকৈল ও পীরগঞ্জের আলু চাষীরা কিভাবে চলবে তাদের সংসার কে নেবে তাদের ছেলে মেয়েদের পড়া লেখার দায়িত্ব এমন হাজারো প্রশ্ন রানীশংকৈল ও পীরগঞ্জের  আলু চাষী কৃষকদের ৷

এবিষয়ে রানীশংকৈল উপজেলার কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান আলুর দাম বর্তমান বাজারে কিছুটা কম তবে আমরা আলু বাইরের বিভিন্ন দেশে রপ্তানি করছি এপর্যন্ত ৫’শত মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে এভাবে প্রতিদিন বাইরে রপ্তানি হলে আলুর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিউটিভি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:২৮

▎সর্বশেষ

ad