
স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএলটি-২০ টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
গত বুধবার প্রথম কোয়ালিফায়ারে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সের অধিনায়কত্ব করেন ফার্গুসন। কিন্তু এই ম্যাচে নিজের বোলিং কোটা পূর্ণ করতে পারেননি তিনি। চোটে পড়ে ইনিংসের চূড়ান্ত ও নিজের চতুর্থ ওভারের শেষ বল না করেই মাঠ ছাড়েন ফার্গুসন। তার রেখে যাওয়া এক বলটি করে ওভার সম্পন্ন করেন মোহাম্মদ আমির।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড জানান, ইনজুরির মাত্রা জানতে বৃহস্পতিবার ফার্গুসনকে স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এখনো হাতে আসেনি। স্টিড বলেন, ‘লকি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে স্ক্যান করিয়েছে। আমাদের রেডিওলজিস্ট রিপোর্ট দেওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে, সে পাকিস্তানে আসবে নাকি অন্য কাউকে চ্যাম্পিয়নস ট্রফির দলে অন্তর্ভুক্ত হবে।’
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ড স্কোয়াডে ফার্গুসন সবচেয়ে অভিজ্ঞ পেসার। তার না থাকাটা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। আইএলটি-২০তে এলিমিনেটর ম্যাচেও খেলেননি ফার্গুসন। তার জায়গায় অধিনায়কত্ব করেন স্যাম কারেন। টসের সময় কারেন জানান, ফার্গুসন ইনজুরিতে আছেন। তবে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।
অন্যদিকে আজ শনিবার থেকে শুরু হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। এখানেও প্রথম ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
কিউটিভি/আয়শা/৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৩