ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

‘এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছি’

Ayesha Siddika | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৫ - ০৬:০৩:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : শিরোনামের মন্তব্যটি দুর্বার রাজশাহীর এক স্থানীয় ক্রিকেটারের। বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের টালবাহানা করছে। এতে ক্রিকেটাররা রীতিমত হেয় প্রতিপন্ন হচ্ছেন।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে পারিশ্রমিক নিয়ে হেনস্তার শিকার হওয়া রাজশাহীর এক ক্রিকেটার ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ‘এই দলে খেলতে এসে পরিবারের কাছেও লজ্জা পাচ্ছি। পরিবার বলছে, আর খেলার দরকার নেই, চলে এসো। এখন আমি শুধু অপেক্ষা করছি বিপিএল শেষ হওয়ার। এমন দলে খেলে মানসম্মান নিয়ে টানাটানি। বকেয়া পাওয়া যায় না, এতে ভালো খেলার উৎসাহ হারিয়ে যায়।’

দলটির বিদেশি ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজির অপেশাদার আচরণে হতবাক। এমনিতেই ‘ভালো মানের’ বিদেশি ক্রিকেটাররা এখন আর বিপিএলমুখো হন না। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন বিপিএলকে রেখেছে ‘ঝুঁকিপূর্ণ লিগের’ তালিকায়।

এর পরেও যেসব বিদেশিরা আসছেন, তারাও এখন বিপিএলে খেলার প্রস্তাব গ্রহণের আগে দুবার ভাবার ইঙ্গিত দিচ্ছেন। এর মধ্যে রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার তো সরাসরি বলেই বসেছেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’

রাজশাহী দলীয় সূত্রে জানা গেছে, পারিশ্রমিক বিষয়ে দ্রুত সমাধান না হলে ম্যাচ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। তারা জানিয়েছেন, পারিশ্রমিকের বাকি অংশ এবং ১২ দিনের দৈনিক ভাতা (ডিএ) না দেওয়া পর্যন্ত মাঠে নামবেন না।

প্রসঙ্গত, আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে রাজশাহীর। এই ম্যাচের আগেই পারিশ্রমিক ইস্যুতে কোনো নাটকীয় ঘটনার অবতারণা হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

 

 

কিউটিভি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad