ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড?

Ayesha Siddika | আপডেট: ২৩ জানুয়ারী ২০২৫ - ০৮:৪৮:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড অনেকটাই চূড়ান্ত করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। নির্বাচকদের চূড়ান্ত করা এই দলটি আসন্ন ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। এই স্কোয়াডটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

স্কোয়াডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলেন- ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সালমান আলি আগা, খুশদিল শাহ, কামরান গুলাম, আবরার আহমেদ, সুফিয়ান মাকীম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ। এই ১১ জন ছাড়াও স্কোয়াডে আরও অন্তর্ভুক্ত আছেন- তৈয়ব তাহির, মোহাম্মদ হাসনাইন ও আব্বাস আফ্রিদি।

পিসিবি সূত্রে জানা গেছে, অলরাউন্ডার ব্যাটার খুশদিল শাহ বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করছেন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ২৮৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। তার দলও টানা ৮ ম্যাচে জিতে এরইমধ্যে কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত করেছে। যে কারণে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে কোনোরকম বেগ পেতে হয়নি নির্বাচকদের। 

অন্যদিকে ইনজুরিতে ভোগা সাইম আয়ুবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া শান মাসুদের স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা কম হলেও ইমাম-উল-হকের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই ক্রিকেটপ্রেমীরা এখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

 

কিউটিভি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad