
স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার (২২ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে আরবি সালজবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে জোড়া গোল করেছেন দুই ব্রাজিলিয়ান রদ্রিগো এবং ভিনিসিউস জুনিয়র। বাকি গোলটি আসে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের পা থেকে। গোল না পেলেও রিয়ালের আরেক বড় তারকা জুড বেলিংহ্যাম জোড়া অ্যাসিস্ট করেছেন। রদ্রিগো দুটি গোলই করেন বেলিংহ্যামের পাস থেকে।

ইউরোপের এই অভিজাত টুর্নামেন্টে বয়স ২২ হওয়ার আগে ২৪ গোলে অবদান রেখেছিলেন মেসি। এর মধ্যে ১৭টি গোল এবং সাতটি অ্যাসিস্ট ছিল আটবারের ব্যালন ডি’অরজয়ীর। বেলিংহ্যাম ৪১ ম্যাচে ১১টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন।
তবে মেসিকে ছুঁয়ে ফেললেও এই তালিকায় তৃতীয় স্থানেই থাকতে হচ্ছে বেলিংহ্যামকে। ২২ বছর পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার তালিকায় তার ওপরেই আছেন রিয়ালে তার সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং ম্যানসিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড।

হলান্ড বয়স ২২ হওয়ার আগেই ২৬ গোলে অবদান রেখেছেন। তালিকার শীর্ষে থাকা এমবাপ্পে মোনাকো এবং পিএসজির জার্সিতে সেই বয়সেই ৩৭ গোলে অবদান রেখেছিলেন। যে রেকর্ড ভাঙা বেলিংহ্যাম তো বটেই, বর্তমানে প্রতিষ্ঠিত এমন কারও জন্যই প্রায় অসম্ভব।
কিউটিভি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫০