ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রংপুরকে প্রথম হারের স্বাদ দিয়ে প্লে অফের দৌড়ে রাজশাহী

Ayesha Siddika | আপডেট: ২৩ জানুয়ারী ২০২৫ - ০৬:৪৯:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপিএলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে  নেমে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর। রাজশাহীর পক্ষে ২২ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন রায়ান বার্ল। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহেরব।

রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইলর ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।

২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন তিনি। সাইফের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে মেহেদী হাসান ও পরে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দলকে জয়ের আশা দেখান তিনি। তবে দলকে ১২৬ রানে পৌঁছে দিয়ে তিনিও সাজঘরের পথ ধরেন। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ার আগে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি।
 
তখনও অবশ্য রংপুরের আশা টিকে ছিল সাইফউদ্দিনের ব্যাটে। এ পেস বোলিং অলরাউন্ডার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে ১৯তম ওভারে বিদায়ে নেন তিনি। তখনো জয়ের জন্য ৮ বলে ২৭ রান দরকার ছিল রংপুরের। তার বিদায়ের পর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। শেষমেশ ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুরের ইনিংস।
 
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারের মারে দলের হয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া সাব্বির হোসেন ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৯, এনামুল হক ৩১ বলে ৩২ ও মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। বাকিদের কেউ অবশ্য দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন খুশদিল ও আকিফ জাভেদ।
 
এদিকে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসলো রাজশাহী। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা ক্যাপিটালস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে খুলনা টাইগার্স। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স।
 
৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফরচুন বরিশাল আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস।

 

 

কিউটিভি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad