
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিপিএলের ৩১তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করেছে দুর্বার রাজশাহী। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী তৃতীয় ওভারেই উইকেট হারায়। দলীয় ২৪ রানে হারায় মোহাম্মদ হারিসের উইকেট। রাকিবুল হাসানের শিকারে পরিণত হওয়ার আগে ১২ বলে ৪ চারে ১৯ রান করেন হারিস।
দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার সাব্বির হোসেন ও এনামুল হক বিজয় ভালো জুটি গড়েছিলেন। ২৯ বলে ৫২ রান যোগ হয় এই জুটিতে। কিন্তু ঝড় তোলা সাব্বিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করে আউট হন সাব্বির। পরের বলেই আউট হন সদ্য নামা রায়ান বার্ল।
ক্রিজে আসা ইয়াসির রাব্বি দারুণ জুটি গড়েন বিজয়ের সঙ্গে। বিজয় দেখেশুনে খেললেও ইয়াসির রাব্বি ছিলেন মারমুখি। এই জুটি ৫০ বলে ৭৬ রান যোগ করে। অর্ধশতক তুলে নেন ইয়াসির রাব্বি।
রাব্বিকে আউট করে এই জুটি ভাঙেন খুশদিল শাহ। আউট হওয়ার আগে মাত্র ৩২ বলে ২ চার ও ৬ ছয়ে ৬০ রান করেন রাব্বি। তার বিদায়ের পর আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি।
পরের ওভারের প্রথম বলেই বিজয় রানআউট হন। আউট হওয়ার আগে ৩১ বলে ২ চারে ৩৪ রান ওড়েন বিজয়। শেষ ২৩ বলে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান করতে পারে রাজশাহী।
কিউটিভি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১২