
ডেস্ক নিউজ : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পত্র দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকাস্থ কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে পত্রটি হস্তান্তর করে। এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
কিউটিভি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২২