ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

সরকারের কাছে বন্দি মুক্তির দাবি পিটিআইয়ের

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ১০:০৭:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে বৃহস্পতিবার সরকার গঠিত উচ্চপর্যায়ের কমিটির কাছে লিখিত দাবি-দাওয়া তুলে ধরেছেন দলটির নেতারা। সেখানে বন্দিদের মুক্তির বিষয়টিও তুলে ধরেন তারা। সামা টিভি। 

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পিটিআইয়ের পক্ষ থেকে তাদের দাবি-দাওয়া লিখিত আকারে দেওয়া হয়। তিন পাতার ওই নথিতে বিরোধী পক্ষের ছয়জনের স্বাক্ষর রয়েছে। নথিতে মূলত দুটি দাবি তুলে ধরা হয়েছে। এর একটি হচ্ছে বিচার বিভাগীয় দুটি কমিশন গঠন ও আরেকটি হচ্ছে পিটিআই কর্তৃক চিহ্নিত রাজনৈতিক বন্দিদের মুক্তি, সাজা মওকুফ ও জামিনের ক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সহযোগিতা। 

চিঠিতে আরও বলা হয়েছে, দাবিগুলো সংবিধান পুনরুদ্ধার, আইনের শাসন এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বৃহত্তর আলোচনার পূর্বশর্ত হিসাবে উপস্থাপন করা হয়েছে। পাকিস্তানে রাজনৈতিক উত্তাপ কমাতে গত ডিসেম্বর মাসে পিটিআই ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়। তবে এর আগে দুই দফা আলোচনার পরও রাজনৈতিক সমঝোতার লক্ষ্য অর্জনে অগ্রগতি হয়নি। পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে বিচার বিভাগীয় কমিশন গঠন ও পিটিআইয়ের নেতাকর্মীদের মুক্তির বিষয়টি ঝুলে রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার জাতীয় পরিষদের স্পিকারের তত্ত্বাবধানে আলোচনা শুরু হয়। 

আলোচনায় বিরোধী পক্ষ থেকে জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতা ওমর আইউব, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর, পিটিআই নেতা আসাদ কায়সার, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রধান হামিদ রাজা, মজলিস ওয়াদাত-ই-মুসলিমিন নেতা রাজা নাসির আব্বাস জাফরি ও পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা উপস্থিত হন। এদিকে সরকারের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পিএমএল-এন সিনেটর ইরফান সিদ্দিকি, পিপিপি আইনপ্রণেতা রাজা পারভেজ আশরাফ, নাভিদ কামার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ ও এমকিউএম আইনপ্রণেতা ফরুক সাত্তার উপস্থিত হন।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad