
আন্তর্জাতিক ডেস্ক : সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনা শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে বৃহস্পতিবার সরকার গঠিত উচ্চপর্যায়ের কমিটির কাছে লিখিত দাবি-দাওয়া তুলে ধরেছেন দলটির নেতারা। সেখানে বন্দিদের মুক্তির বিষয়টিও তুলে ধরেন তারা। সামা টিভি।
চিঠিতে আরও বলা হয়েছে, দাবিগুলো সংবিধান পুনরুদ্ধার, আইনের শাসন এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বৃহত্তর আলোচনার পূর্বশর্ত হিসাবে উপস্থাপন করা হয়েছে। পাকিস্তানে রাজনৈতিক উত্তাপ কমাতে গত ডিসেম্বর মাসে পিটিআই ও সরকারের মধ্যে আলোচনা শুরু হয়। তবে এর আগে দুই দফা আলোচনার পরও রাজনৈতিক সমঝোতার লক্ষ্য অর্জনে অগ্রগতি হয়নি। পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে বিচার বিভাগীয় কমিশন গঠন ও পিটিআইয়ের নেতাকর্মীদের মুক্তির বিষয়টি ঝুলে রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার জাতীয় পরিষদের স্পিকারের তত্ত্বাবধানে আলোচনা শুরু হয়।
আলোচনায় বিরোধী পক্ষ থেকে জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতা ওমর আইউব, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর, পিটিআই নেতা আসাদ কায়সার, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রধান হামিদ রাজা, মজলিস ওয়াদাত-ই-মুসলিমিন নেতা রাজা নাসির আব্বাস জাফরি ও পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা উপস্থিত হন। এদিকে সরকারের পক্ষ থেকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পিএমএল-এন সিনেটর ইরফান সিদ্দিকি, পিপিপি আইনপ্রণেতা রাজা পারভেজ আশরাফ, নাভিদ কামার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ ও এমকিউএম আইনপ্রণেতা ফরুক সাত্তার উপস্থিত হন।
কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫