ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

চাকরি আছে বেতন নাই এমন সাংবাদিকতা চলবে না: কাদের গণি

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৫ - ০৭:৪৯:৩০ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর টাউন হল রুমে বিভাগের ৮ জেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত রংপুর সাংবাদিক ইউনিয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কাদের গণি চৌধুরী বলেন, মিডিয়াগুলোকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কিংবা ব্যবসায়ী অর্থে। এখন ক্ষমতামুখী সাংবাদিকতা চলছে যে ক্ষমতামুখী সাংবাদিকতা ক্ষমতাসীনদের তোশামদি করে অর্থ বিত্তের মালিক হওয়া।

তিনি বলেন, এই ক্ষমতামুখী সাংবাদিকদের জন‍্য বাংলাদেশের সাংবাদিকতা পচনমুখী নয় পতনমুখী রুপ। এটা ফিরিয়ে নিয়ে আসতে সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই। এছাড়া চাকরি আছে বেতন নাই এই সাংবাদিকতা চলবে না।

সাংবাদিকতা আংশিক নয়, পুরোটাই করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অপসাংবদিকতা আজকে সত্যি সংবাদ ম্লান করে দিয়েছে। সাংবাদিকরাই পারে সাংবাদিকতাকে রক্ষা করতে। তথ্য সন্ত্রাস জঙ্গীদের থেকেও জঘন্য। চাকরি আছে বেতন নাই এই সাংবাদিকতা চলবে না। এছাড়াও সকল সাংবাদিক হত‍্যার বিচারের দাবি জানান তিনি।
এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, ২৪ এর ছাত্র-জনতার অভ‍্যুথানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার ও ফ‍্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি তোলে বক্তব্য রাখান জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতারা। রংপুর সাংবাদিক ইউনিয়ন সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগের ৮ জেলা ও উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা।

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad