মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত রাখা জায়েজ?

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৫ - ১০:১৯:৫১ পিএম

ডেস্ক নিউজ : পবিত্র কোরআনের আয়াত নিদর্শনাবলিকে যথাসম্ভব সম্মান করা। কোনোভাবে যেন এগুলোর অসম্মান না হয়, সেদিকে সতর্ক থাকা কর্তব্য। মহান আল্লাহ বলেন,

ذٰلِکَ وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰهِ فَاِنَّهَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ

অর্থ: এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে এটাতো তার অন্তরের তাকওয়ারই বহিঃপ্রকাশ। (সুরা হজ: ৩২)

মোবাইলের স্ক্রিনে পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ তাআলার নাম বা কোন জিকির থাকলে ক্ষেত্রবিশেষে এগুলোর অসম্মান হওয়ার আশংকা থাকে। কারণ মোবাইল অনেক সময়ই সম্মানের সঙ্গে ব্যবহার করা হয় না। যত্রতত্র রাখা হয়। মাঝে মাঝে টয়লেটেও নেয়া হয়। চার্জ দেয়ার প্রয়োজনে মেঝেতেও রাখতে হয়। উত্তম হচ্ছে– মোবাইলের স্ক্রিনে পবিত্র কোরআনের আয়াত, আল্লাহর নাম, জিকিরযুক্ত ছবি সেট করা ঠিক নয়।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৯

▎সর্বশেষ

ad