
ডেস্ক নিউজ : নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। তবে এদিন সিএসইর সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।
এদিন ডিএসইতে ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে চেয়ে ১৭ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৩৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টি কোম্পানির, কমেছে ২২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, রবি, ওরিয়ন ইনফিউশন, সিটি ব্যাংক, ফাইন ফুডস, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, বিএসসি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও উত্তরা যমুনা ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫২ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, কমেছে ৯১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ারদর। বৃহস্পতিবার সিএসইতে ১০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৪৪ টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৩৫ লাখ টাকা।
কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১২