
এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ শ্লোগানে সামনে রেখে তিন কিলোমিটার ওয়াকাথন (হাঁটা) ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন (র্যালি নিয়ে হাঁটা) ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত হেঁটে যায়। সেখান থেকে ফিরে উপজেলা পরিষদ হল রুমে আড্ডায় মিলিত হন। আড্ডায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
এ সময় সহকারী প্রোগ্রামার আশরাফুল হক, সাংবাদিক আজিজুর রহমান, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান,ফিল্ড সুপারভাইজার জেসমিন আরা, ইউনিয়ন সমাজকর্মী সৈয়েদ মুকাররাম হোসেন, সাজ্জাদ হোসেন ও আম্বীয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থা ও এজিও কর্মী ও সদস্যরা, এতিমখানা নিবাসী, ভাতাভোগী ও সমাজ সেবা থেকে ঋণপ্রাপ্তরা অংশগ্রহণ করেন। আড্ডা শেষে প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার সুবিধাভোগীদের মাঝে বই হস্তান্তর করা হয়।
কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৮