সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৫ - ০৫:৩৭:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার জেনারেল ইরাজ মাসজেদি বলেছেন, প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়ে সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এ সময় তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারিতে ক্ষমতায় থাকাকালীন ডোনাল্ড ট্রাম্প ইরাকে জেনারেল সোলাইমানিকে হত্যায় সামরিক হামলার আদেশ দিয়ে বিশ্বের সন্ত্রাসবাদকে বড় সেবা দিয়েছেন। মাসজেদি আরও বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ নিয়ে ট্রাম্পের আনুষ্ঠানিক স্বীকারোক্তি সমস্ত আইনি, আন্তর্জাতিক, নৈতিক এবং মানবাধিকার নীতির বিরুদ্ধে। এ সময় তিনি প্রয়াত ইরানি কমান্ডারকে ওই অঞ্চলে দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস বা আইএস) সন্ত্রাসীদের আক্রোশের শিকার নিরাপরাধ ব্যক্তিদের ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি  বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হন আইআরজিসি কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল সোলেইমানি।  ওই হামলায় তার ইরাকি ট্রেঞ্চমেট পপুলার মোবিলাইজেশন ইউনিটের ডেপুটি হেড আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হন। ওই অঞ্চলে, বিশেষ করে ইরাক ও সিরিয়ায় দায়েশকে গোষ্ঠীকে নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে উভয় কমান্ডারই অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad