ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নিউইয়র্কের রাস্তায় মুগ্ধতা ছড়াচ্ছেন মিম

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০৮:৫৮:৫২ পিএম

বিনোদন ডেস্ক : বড়পর্দায় এখন খুব একটা ব্যস্ততা নেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। অবসরের এই সময়টা আনন্দ-উৎসবে কাটাতে তাই মার্কিন মুলুকে পৌঁছে গেছেন। সেখানে এখন বড়দিনের আবহ বিরাজ করছে। স্বামী সনি পোদ্দারকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার সময়টা যে খুবই ভালো কাটছে, সেটা তার ফেসবুক পেজে চোখ রাখলেই বুঝা যায়।

সম্প্রতি নিজের যুক্তরাষ্ট্র সফরের বেশকিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মিম। তাতে দেখা যায়, কখনো ম্যানহাটন, নিউইয়র্কের টাইমস স্কয়ার তো কখনো আবার টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে প্রকাণ্ড এক ক্রিসমাস ট্রি পেছনে রেখে স্মৃতি জমা করছেন তিনি।

জানা যায়, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন মিম। তবে সে সম্পর্কিত কিছু পোস্ট না করলেও নিজেদের অবকাশযাপনের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগাভগি করে নিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে মিমের শেয়ার করা একটা ভিডিও দেখা যায়, নিউইয়র্কে বিভিন্ন সাজে, ভঙ্গিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। হেঁটে বেড়াচ্ছেন রাস্তায়, পার্কের ফুটপাতে। কখনও বেঞ্চে বসে ছবি তুলছেন, আবার কখনও মিল্কশেক পান করে তার স্বাদ বোঝানোর চেষ্টা করছেন। শপে শপে ঘুরে শো-পিস এর মতো জিনিস দেখছেন, আবার শপিং মলেও পা রাখছেন।

ছবি, ভিডিওগুলো নেটমাধ্যমে ছড়াতেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো। আসলে মিমকে বিভিন্ন এলাকা থেকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন তার ভক্তরা; ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন তারা।

উল্লেখ্য, সম্প্রতিই ‘দিগন্তের ফুলের আগুন’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন মিম। সে হিসেবে সিনেমার কাজ এখন কমই মিমের। তবে মডেলিং ও বিভিন্ন ইভেন্ট নিয়ে ব্যস্ততা রয়েছে তার।

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad