ব্রেকিং নিউজ
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

বলিউড অভিনেতা টিকুর অবস্থা সংকটাপন্ন

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৫ - ০৭:৪৩:০৪ পিএম

বিনোদন ডেস্ক : জানা গেছে, ৭০ বছর বয়সী এই অভিনেতার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানা গেছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

গত শুক্রবার রাতে টিকু তালসানিয়া মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এক গুজরাটি ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন। ছবি দেখার পর তিনি আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন। বিভিন্ন ডিজিটাল মাধ্যমের খবর অনুযায়ী, টিকু বেশ কয়েকবার বমি করেছিলেন। তাকে হুইলচেয়ারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
 
থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোট পর্দা ও পরবর্তীকালে বড় পর্দাতেও তার অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে পড় পর্দায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি।

কমেডি চরিত্রের অভিনেতা হিসাবে টিকুর ঝুলিতে রয়েছে ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’ সহ আরও অনেক ছবি। এছাড়াও দীর্ঘ কেরিয়ারে‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’র মতো হিট ছবিতেও দর্শকের মনে জায়গা করেছেন তিনি।
 
২০২৪ সালে টিকুকে শেষবার ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে পর্দায় দেখা গিয়েছিল। ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। 

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad