ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

মেম্বারের ওপর হামলার চেষ্টা, চাটমোহরে অস্ত্রসহ আটক ৩

Ayesha Siddika | আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ - ০৪:২৬:০৭ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২৫ নভেম্বর) দিনগত রাতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকরা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে আনিছুর রহমান (৪৬), তার ছেলে আরিফুল ইসলাম (২৪) ও দাদুয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ঝাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের আনিসুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের বিরোধ চলে আসছে। সেই বিরোধের শালিস দেওয়া ছিল এক নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেনের কাছে। সেই সালিস করা নিয়ে আনিছুর, আরিফুল ও আতিকুল সোমবার সন্ধ্যায় কামাল মেম্বারের বাড়ির সামনে গিয়ে তর্ক বিতর্ক শুরু করে। একপর্যায়ে তারা কামাল মেম্বারকে দেখে নেওয়ার হুমকি দেয় এবং কাছে থাকা অস্ত্র দিয়ে মারার উপক্রম করে।

এ সময় তার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে চাটমোহর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক এবং একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘মূলত জমিজমা ভাগাভাগির জের ধরে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে এসেছিল। সেখান থেকে আমরা তিনজনকে আটক করেছি। অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসআই আব্দুল খালেক বাদি হয়ে তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

 

 

কিউটিভি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad