ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বাবা সিদ্দিকী খুনের পর হাসপাতালে বলি তারকাদের ভিড়

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ০১:৩৪:৪৪ পিএম

বিনোদন ডেস্ক : আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী। গতকাল শনিবার রাতে গুলি করে তাকে হত্যা করা হয়। রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকীর ওপর গুলি চালায় তিন দুষ্কৃতকারী। সঙ্গে সঙ্গে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

গুলিতে নিহত বাবা সিদ্দিকীকে দেখতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে যান বলিউড অভিনেতা সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি ও জাহির ইকবালদের মতো অনেক তারকা। শনিবার রাতে দেখা যায়, সালমান খান অনেকটা বিমর্ষ অবস্থায় হাসপাতালে ছুটে যান। এছাড়া হাসপাতালে পৌঁছানোর সময় শিল্পা শেঠি দৃশ্যত কান্নায় ভেঙে পড়েন। 

এদিকে, এ ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’। এদিকে, মুম্বাই পুলিশ দ্রুত এ নেতার হত্যার তদন্তকাজ শুরু করছে বলে জানানো হয়েছে। পুলিশের ধারণা, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরাই হয়তো এ ঘটনায় জড়িত থাকতে পারে।

 

পুলিশ আরও জানায়, বাবা সিদ্দিককে গুলি করার সঙ্গে তিন ব্যক্তি জড়িত। দুজনকে আটক করা হয়েছে। তৃতীয় ব্যক্তি পালিয়ে গেছেন। উল্লেখ্য, বাবা সিদ্দিকী বলিউড অভিনেতা সালমান খান ও শাহরুখ খানদের খুবই ঘনিষ্ঠ ছিলেন। তার আলোচিত ইফতার পার্টিতে বলিউডের প্রায় সব তারকাকেই অংশ নিতে দেখা যেত।

 

কিউটিভি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৪

▎সর্বশেষ

ad