
স্পোর্টস ডেস্ক : মার্টিনেজের অনুপস্থিতির কারণ হলো নিষেধাজ্ঞা। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন করেন তিনি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন। সেই ঘটনায় ক্যামেরা অপারেটরকে মার্টিনেজ লাঞ্ছিত করেন বলেও অভিযোগ উঠে। এ অপরাধে তাকে ২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় ফিফা।
মার্টিনেজ না থাকলেও স্ক্যালোনি নতুন করে কোনো গোলরক্ষক দলে অন্তর্ভুক্ত করেননি। প্রথম পছন্দের গোলরক্ষক না থাকায় এ কোটা ৪ থেকে ৩- এ নামিয়ে এনেছেন তিনি। যথারীতি দলে জায়গা পেয়েছেন মার্শেইর জেরেনিমো রুলি, অ্যাতলেটিকো মাদ্রিদের হুয়ান মুসো ও পিএসভির ওয়াল্টার বেনিতেজ। এদের মধ্যে ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়া ম্যাচে কে থাকবেন অতন্দ্র প্রহরীর দায়িত্বে?
নিকট অতীতে এমি মার্টিনেজ যে ম্যাচটায় খেলেননি, কোস্টারিকার বিপক্ষে ওই ম্যাচে দায়িত্ব সামলান ওয়াল্টার বেনিতেজ, মার্টিনেজ ছিলেন বেঞ্চে। সেটা ছিল পিএসভি তারকার জাতীয় দলে অভিষেক ম্যাচ। ক্লাবের হয়ে গত ৭ মৌসুম ধরেই নিয়মিত তিনি। এক সিজন বাদে বাকিগুলোয় খেলেছেন ৩০টির বেশি করে ম্যাচ। এ মৌসুমে এখন পর্যন্ত সংখ্যাটা ৮।
গত কয়েক মৌসুমে একাধিকবার দলবদল করা জেরেনিমো রুলি সেরা সময় পার করে এসেছেন। গত দুই মৌসুমে ক্লাবের হয়ে ৫০টির কম ম্যাচ খেলেছেন তিনি। যদিও মার্শেইতে এখন থেকে নিয়মিত তিদনি। হুয়ান মুসোও ক্লাব-ম্যাচে অনিয়মিত। আটালান্টা থেকে অ্যাতলেটিকোতে ধারে যাওয়া এ ফুটবলার এ মৌসুমে মাত্র ৩টি ম্যাচে গোলপোস্ট সামলেছেন। দেখা যাচ্ছে, তিন গোলরক্ষকের মধ্যে স্ক্যালোনির বেনিতেজে আস্থা রাখার সম্ভাবনাই বেশি। তবুও ব্যতিক্রম কিছু তো হতেই পারে।
কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৫