নাম বদলেছেন আলিয়া!

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ - ১১:১৫:৫১ পিএম

বিনোদন ডেস্ক : বিয়ের পরে নিজের নাম বদলে ফেলেছেন আলিয়া ভাট্ট? ২০২২-এর এপ্রিল মাসে রণবীর কাপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। বর্তমানে একমাত্র কন্যা রাহাকে নিয়ে তাদের সুখের সংসার। সম্প্রতি জানা গেল, বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন অভিনেত্রী। কাপিল শর্মার অনুষ্ঠানে এসে প্রকাশ করলেন আলিয়া।

ক্যারিয়ার শুরুর সময় থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন, রণবীর কাপূরকে তিনি পছন্দ করেন। রণবীরের নাম শুনেই আলিয়ার মুখে চলে আসে এক অন্য জ্যোতি, যা নজর এড়ায়নি নেটিজেনদেরও। এর পরে ২০১৮-য় সোনম কাপূরের বিয়ের আসরে সেই পছন্দের পুরুষের হাতে হাত রেখে প্রবেশ করেছিলেন আলিয়া। বলা ভালো, রণবীরের সঙ্গে সম্পর্কের সূচনা ছিল সেই ঘটনা। তার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। করোনা অতিমারীর সময়ে একত্রবাসও করেছিলেন তারকা দম্পতি। তার পর বিয়ে।

উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। অন্য দিকে রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিম্যাল’। বর্তমানে তিনি রামায়ণ নিয়ে ব্যস্ত। এই ছবিতে রামের চরিত্রেই অভিনয় করছেন তিনি। বিপরীতে সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১৪

▎সর্বশেষ

ad