উত্তাপ ছড়ানো নর্থ লন্ডন ডার্বিতে ব্রাজিলিয়ানের গোলে আর্সেনালের জয়

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ - ১১:০০:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের দারুণ নৈপুণ্যে এক ম্যাচ পর জয়ে ফিরেছে গানাররা। প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে খেলতে নামে আর্সেনাল।

তাতে প্রকাশ পায় দলের দুর্বলতাও। শুরু থেকেই বল দখল আর আক্রমণে গানারদের চেপে ধরে টটেনহ্যাম। প্রথম ১০ মিনিটে দুটি দারুণ সুযোগ পায় তারা। দুবারই দেজান কুলুসেভস্কির প্রচেষ্টা ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়া। ১৭তম মিনিটে গানারদের প্রথম আক্রমণ ঠেকিয়ে দেন টটেনহ্যামের গোলরক্ষক গুইলেলমো ভিকারিও। পরের মিনিটে মার্তিনেল্লির শটও ঠেকান এই ইতালিয়ান।

 প্রথমার্ধের বাকি সময়ে বল নিয়ে যতটা লড়াই চলে তার চেয়ে বেশি শারীরিক যুদ্ধে লিপ্ত হয় দুদলের খেলোয়াড়রা। তাতে আসতে থাকে একের পর এক হলুদ কার্ডও। সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় ম্যাচের ৩৭তম মিনিটে। যেখানে দুদলের খেলোয়াড়রা হাতাহাতি পর্যন্ত চলে গিয়েছিল। টটেনহ্যাম ডিফেন্ডার পেদ্রো পোরোকে ফাউল করেন আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বার।

সে ফাউলে বিরক্ত হয়ে টিম্বারের দিকে তেড়ে গিয়েছিলেন ভিকারিও। তার কলার টেনে ধরেন টিম্বার। দুজনকে হলুদ কার্ড দেখান রেফারি। এর মধ্যে দুদলের খেলোয়াড়রা তাদের সঙ্গে জড়িয়ে যায়। পরে অবশ্য নিজেরাই সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয়। সব মিলিয়ে প্রথমার্ধে ৫ হলুদ কার্ড দেখে টটেনহ্যাম আর ২ কার্ড দেখে আর্সেনালের খেলোয়াড়রা।

দ্বিতীয়ার্ধেও সে উত্তাপ ধরে রাখে দুদল। তবে এবার আর খুব একটা ফাউল করেনি কোনো দল। পুরো ম্যাচে আক্রমণে পিছিয়ে থাকলেও ৬৪ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায় আর্তেতার শিষ্যরা। দারুণ এক হেডে দলকে জয়সূচক গোল এনে দেন মাগালিয়াইস। বুকায়ো সাকার কর্নারে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে মাগালিয়াইসের গোল হলো ১৫টি। এই সময়ে আর কোনো ডিফেন্ডার লিগে ১১টির বেশি গোল করতে পারেননি।

৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট করে নিয়ে লিভারপুল তিনে ও অ্যাস্টন ভিলা চারে আছে। ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে টটেনহ্যাম।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৫২

▎সর্বশেষ

ad